শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

তিব্বতিদের ধর্মচর্চা কখনই চীনা ইচ্ছায় চালিত হবে না

-ড. লবসাং সানগে

প্রতিদিন ডেস্ক

তিব্বতীয় নেতা ড. লবসাং সানগে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র সমালোচনাকালে বলেন, তিব্বতিদের কাছে কমিউনিজমের চাইতে বুদ্ধের মতবাদ (বুদ্ধইজম) অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই, তিব্বতিদের ধর্মচর্চা কখনই চীনা ইচ্ছায় চালিত হবে না।

প্রেসিডেন্ট শি জিন পিং ২৯ আগস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে বলেছিলেন, তিব্বতিদের বৌদ্ধধর্মের চর্চার চীনায়ন হওয়া  উচিত। এ জন্য তাদের চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে মানিয়ে চলতে হবে।

ভারতভিত্তিক নির্বাসিত তিব্বত সরকার বলেছে, শি উত্থাপিত প্রস্তাব হলো চীনের শাসকদল কমিউনিস্ট পার্টিকে দিয়ে তিব্বতের স্বতন্ত্র জাতিসত্তা ধ্বংস করার প্রচেষ্টা।

ড. লবসাং সানগে বলেন, ধর্মের চেয়ে কমিউনিজমকে অধিক গুরুত্ব দেওয়ার যে পরামর্শ প্রেসিডেন্ট শি দিলেন তা আন্তর্জাতিক ধর্মীয় অধিকার লঙ্ঘনই শুধু নয়, অত্যন্ত ভ্রমাত্মকও বটে। তিনি বলেন, তিব্বতে সুস্থিতি আনার জন্য সেখানকার মানুষের দুঃখ-দুর্দশা মোচন করতে হবে। তিব্বতে চীনের গণবিরোধী নীতির প্রতিবাদে ৬০ বছর আগে ১৫৪ জন তিব্বতীয় নিজের গায়ে আগুন ধরিয়ে জীবন দিয়েছিল। বেইজিংয়ের উচিত নয় ওটা ভুলে যাওয়া।

‘দমনপীড়ন নয়, মধ্যপন্থা অবলম্বন করেই চীনকে সমাধান খুঁজতে হবে’ বলেন ড. সানগে, মহামান্য দালাইলামার দর্শন মেনে চীনের সংবিধানের আওতায় তিব্বতিদের দিতে হবে বিশুদ্ধ স্বায়ত্তশাসন।’

সর্বশেষ খবর