বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
ইসরায়েলের পার্লামেন্ট বিলুপ্ত

চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়া হয়েছে। বাজেট পাস নিয়ে চরম রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দেওয়ার কারণে মঙ্গলবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। এর ফলে দুই বছরের মধ্যে চতুর্থ দফা নির্বাচন হতে যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২১ সালের ২৩ মার্চ ভোট হবে। মার্চ মাসে নির্বাচন হলে তা নেতানিয়াহুর জন্য যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। কেননা তার বিরুদ্ধে এখনো দুর্নীতির মামলা চলছে। ফেব্রুয়ারিতে বিচার শুরু হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মসনদেও আর নেতানিয়াহুর বন্ধু ডোনাল্ড ট্রাম্প থাকছেন না।

সর্বশেষ খবর