সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস

প্রথমবারের মতো শীতকালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় উঠে নতুন ইতিহাস সৃষ্টি করেছে নেপালের ১০ জনের একটি পর্বতারোহী দল। দলটির সদস্য নিমসদাই পূরজা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় তারা পর্বতশীর্ষে পৌঁছান। কিন্তু এদের মধ্যে একজন স্পেনীয় পর্বতারোহী শনিবার বেইস ক্যাম্পে ফিরে আসার সময় পিছলে নিচে পড়ে মারা গেছেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট থেকে মাত্র ২০০ মিটার কম উচ্চতার কে-টু পাকিস্তান-চীন সীমান্তজুড়ে দাঁড়িয়ে থাকা কারাকোরাম পর্বতমালার একটি অংশ। বিশ্বের বহু পর্বতারোহী শীতকালে এটি জয় করার বাসনা পোষণ করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই এটি ‘নিষ্ঠুর পবর্ত’ হিসেবে পরিচিত। ১৯৮৭-১৯৮৮ সালে প্রথম উদ্যোগ নেওয়ার পর থেকে এ পর্যন্ত কে-টুতে শীতকালে হাতে গোনা কয়েকটি অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। নেপালি দলটির আগ পর্যন্ত তাদের কেউই ৭ হাজার ৬৫০ মিটারের ওপরে উঠতে পারেননি।

সর্বশেষ খবর