বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইরানে হামলার পরিকল্পনা!

ইরানের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর প্রধান আবিব কোহাবি তেল আবিব বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় এ ঘোষণা দেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযান পরিকল্পনা ‘চাঙা করছে’ ইসরায়েল। জেনারেল আবিব কোহাবি বলেছেন, তেহরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে যেকোনোভাবে যুক্তরাষ্ট্রের ফিরে আসাটা ‘ভুল’ হবে। মঙ্গলবার সামরিক বাহিনী প্রধান তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল স্টাডিজে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন। দেশটির গণমাধ্যম সূত্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করেন এই সামরিক প্রধান।  রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের শীর্ষ জেনারেলের এই মন্তব্যে ইরানের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর