শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানে ইরানের সার্জিক্যাল স্ট্রাইক!

পাকিস্তানের বেলুচিস্তানের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ইরানের সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ শাখা তথা স্পেশাল ফোর্স ইরানি রেভলিউশানির গার্ড কোর (আইআরজিসি)। ওই হামলায় নিহত হয়েছে অন্তত ৫০ জঙ্গি। ইরানের সংবাদ সংস্থা ইরনা, তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এবং আলজাজিরা জানিয়েছে, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বেলুচিস্তানের ইরান সীমান্তের কাছে রুক্ষ পাহাড়ি এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরানি সেনারা। তাদের অভিযানে খতম হয়েছে জইশ-আল-আদল সংগঠনের বহু জঙ্গি এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেনা। পাকিস্তান শিবিরের নিহতের সংখ্যা ৫০-এর কাছাকাছি। অভিযানে বেশ কয়েকজন ইরানি সেনাসদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দুই সেনা গত আড়াই বছর ধরে জইশ-আল-আদলের হাতে পণবন্দী ছিল। তাদের নিরাপদে উদ্ধার করতেই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। এই অভিযান সফল হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর মদতে জঙ্গি সংগঠন জইশ-আল-আদলের আগে বহুবার আত্মঘাতী হামলা চালিয়ে অনেক ক্ষয়ক্ষতি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডের। উল্লেখ্য, পাকিস্তানের সামরিক বাহিনীর ছত্রছায়ায় বেড়ে উঠেছে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। এদের মধ্যে বেশ কয়েকটি ছায়াযুদ্ধ চালাচ্ছে শিয়া অধ্যুষিত ইরানের বিরুদ্ধে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুন্নি জঙ্গি সংগঠন বেলুচিস্তানের জইশ-আল-আদল।

সর্বশেষ খবর