বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

ভারতে মাদরাসায় পড়ানো হবে বেদ গীতা রামায়ণ

ভারতের মাদরাসার পাঠ্যক্রমে প্রাচীন ভারতের জ্ঞান-ঐতিহ্য-সংস্কৃতি চর্চা হিসেবে বেদ, গীতা, রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের স্বাধীন শিক্ষা সংস্থা- ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং নতুন প্রস্তাবে এখন থেকে মাদরাসাতেও পড়ানো হবে বেদ, গীতা, রামায়ণ। প্রাথমিকভাবে ১০০ মাদরাসায় এগুলো পড়ানো শুরু হবে। পরবর্তীতে ৫০০ মাদরাসায় তা চালু করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক হিসেবে তালিকায় রাখা হতে পারে বেদ, যোগ, রামায়ণ এবং মহাভারত। থাকছে সংস্কৃত ভাষাও। থাকবে কিছু ভোকেশনাল স্কিল।

সর্বশেষ খবর