চীন এবার ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ চুক্তিতে স্বাক্ষর করেন। ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমান পরিস্থিতির দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তা স্থায়ী ও কৌশলী হবে।’ তিনি আরও বলেন, ‘অন্য দেশের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত ইরান স্বাধীনভাবে নেয়। কিছু দেশের মতো একটি ফোন কলেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে না।’ শুক্রবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ওয়াং দুই দিনের সফরে তেহরানে পৌঁছান। সেখানে তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন। চুক্তিতে দ্বিপক্ষীয় বাণিজ্য আগামী এক দশকের মধ্যে দশ গুণ বাড়িয়ে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, এটি একটি কার্যকর ‘কৌশলগত চুক্তি’ যার মধ্যে রয়েছে জ্বালানি ও অবকাঠামো খাতসহ ইরানের প্রধান খাতগুলোতে চীনের বিনিয়োগ ব্যাপকমাত্রায় বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি। প্রেসিডেন্ট রুহানির উপদেষ্টা হেসামেদ্দিন আশেনা এই চুক্তিকে ‘সফল কূটনীতির’ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একটি দেশের শক্তি কোনো জোটে অংশগ্রহণ করার মধ্যে, বিচ্ছিন্ন থাকার মধ্যে নয়।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেন, এই চুক্তি বাণিজ্য, অর্থনীতি ও পরিবহন সহযোগিতার একটি ‘রোডম্যাপ’ যেখানে ‘দুই পক্ষের বেসরকারি খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে’। ইরানের অন্যতম বড় বাণিজিক অংশীদার চীন এবং দেশ দুটি দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগী। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেইজিং ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি রক্ষার এবং চীন-ইরান সম্পর্কের স্বার্থরক্ষার চেষ্টা করবে। আলজাজিরা।
শিরোনাম
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
- আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা
- বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
- জামিন পেলেন হিরো আলম
- শাহরুখের নামে দুবাইয়ে পাঁচতারা হোটেল
- ইবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী আটক, থানায় সোপর্দ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২
- বিদেশি অপরাধী ঠেকাতে থাইল্যান্ডে ভিসা যাচাইয়ে নতুন কড়াকড়ি
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীতে নৌ-র্যালি
- আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে : অ্যাটর্নি জেনারেল
- একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
ইরানের সঙ্গে ২৫ বছরের সহযোগিতা চুক্তি চীনের
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর