চীন এবার ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ চুক্তিতে স্বাক্ষর করেন। ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমান পরিস্থিতির দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তা স্থায়ী ও কৌশলী হবে।’ তিনি আরও বলেন, ‘অন্য দেশের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত ইরান স্বাধীনভাবে নেয়। কিছু দেশের মতো একটি ফোন কলেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে না।’ শুক্রবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ওয়াং দুই দিনের সফরে তেহরানে পৌঁছান। সেখানে তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন। চুক্তিতে দ্বিপক্ষীয় বাণিজ্য আগামী এক দশকের মধ্যে দশ গুণ বাড়িয়ে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, এটি একটি কার্যকর ‘কৌশলগত চুক্তি’ যার মধ্যে রয়েছে জ্বালানি ও অবকাঠামো খাতসহ ইরানের প্রধান খাতগুলোতে চীনের বিনিয়োগ ব্যাপকমাত্রায় বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি। প্রেসিডেন্ট রুহানির উপদেষ্টা হেসামেদ্দিন আশেনা এই চুক্তিকে ‘সফল কূটনীতির’ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একটি দেশের শক্তি কোনো জোটে অংশগ্রহণ করার মধ্যে, বিচ্ছিন্ন থাকার মধ্যে নয়।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেন, এই চুক্তি বাণিজ্য, অর্থনীতি ও পরিবহন সহযোগিতার একটি ‘রোডম্যাপ’ যেখানে ‘দুই পক্ষের বেসরকারি খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে’। ইরানের অন্যতম বড় বাণিজিক অংশীদার চীন এবং দেশ দুটি দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগী। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেইজিং ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি রক্ষার এবং চীন-ইরান সম্পর্কের স্বার্থরক্ষার চেষ্টা করবে। আলজাজিরা।
শিরোনাম
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
ইরানের সঙ্গে ২৫ বছরের সহযোগিতা চুক্তি চীনের
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর