চীন এবার ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ চুক্তিতে স্বাক্ষর করেন। ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমান পরিস্থিতির দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তা স্থায়ী ও কৌশলী হবে।’ তিনি আরও বলেন, ‘অন্য দেশের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত ইরান স্বাধীনভাবে নেয়। কিছু দেশের মতো একটি ফোন কলেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে না।’ শুক্রবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ওয়াং দুই দিনের সফরে তেহরানে পৌঁছান। সেখানে তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন। চুক্তিতে দ্বিপক্ষীয় বাণিজ্য আগামী এক দশকের মধ্যে দশ গুণ বাড়িয়ে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, এটি একটি কার্যকর ‘কৌশলগত চুক্তি’ যার মধ্যে রয়েছে জ্বালানি ও অবকাঠামো খাতসহ ইরানের প্রধান খাতগুলোতে চীনের বিনিয়োগ ব্যাপকমাত্রায় বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি। প্রেসিডেন্ট রুহানির উপদেষ্টা হেসামেদ্দিন আশেনা এই চুক্তিকে ‘সফল কূটনীতির’ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একটি দেশের শক্তি কোনো জোটে অংশগ্রহণ করার মধ্যে, বিচ্ছিন্ন থাকার মধ্যে নয়।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেন, এই চুক্তি বাণিজ্য, অর্থনীতি ও পরিবহন সহযোগিতার একটি ‘রোডম্যাপ’ যেখানে ‘দুই পক্ষের বেসরকারি খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে’। ইরানের অন্যতম বড় বাণিজিক অংশীদার চীন এবং দেশ দুটি দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগী। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেইজিং ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি রক্ষার এবং চীন-ইরান সম্পর্কের স্বার্থরক্ষার চেষ্টা করবে। আলজাজিরা।
শিরোনাম
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ইরানের সঙ্গে ২৫ বছরের সহযোগিতা চুক্তি চীনের
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর