চীন এবার ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ চুক্তিতে স্বাক্ষর করেন। ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমান পরিস্থিতির দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তা স্থায়ী ও কৌশলী হবে।’ তিনি আরও বলেন, ‘অন্য দেশের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত ইরান স্বাধীনভাবে নেয়। কিছু দেশের মতো একটি ফোন কলেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে না।’ শুক্রবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ওয়াং দুই দিনের সফরে তেহরানে পৌঁছান। সেখানে তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন। চুক্তিতে দ্বিপক্ষীয় বাণিজ্য আগামী এক দশকের মধ্যে দশ গুণ বাড়িয়ে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, এটি একটি কার্যকর ‘কৌশলগত চুক্তি’ যার মধ্যে রয়েছে জ্বালানি ও অবকাঠামো খাতসহ ইরানের প্রধান খাতগুলোতে চীনের বিনিয়োগ ব্যাপকমাত্রায় বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি। প্রেসিডেন্ট রুহানির উপদেষ্টা হেসামেদ্দিন আশেনা এই চুক্তিকে ‘সফল কূটনীতির’ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একটি দেশের শক্তি কোনো জোটে অংশগ্রহণ করার মধ্যে, বিচ্ছিন্ন থাকার মধ্যে নয়।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেন, এই চুক্তি বাণিজ্য, অর্থনীতি ও পরিবহন সহযোগিতার একটি ‘রোডম্যাপ’ যেখানে ‘দুই পক্ষের বেসরকারি খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে’। ইরানের অন্যতম বড় বাণিজিক অংশীদার চীন এবং দেশ দুটি দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগী। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেইজিং ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি রক্ষার এবং চীন-ইরান সম্পর্কের স্বার্থরক্ষার চেষ্টা করবে। আলজাজিরা।
শিরোনাম
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯১ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
ইরানের সঙ্গে ২৫ বছরের সহযোগিতা চুক্তি চীনের
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর