প্রাণঘাতী করোনাভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। এ মরণঘাতী ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে মাস্ক, পিপিই, সঠিকভাবে জীবাণুমুক্তকরণ ছাড়া কোনো উপায় নেই। এ অবস্থায় এমন এক মাস্ক তৈরি করেছেন একদল গবেষক যা শুধু ভাইরাসকে শরীরে প্রবেশই ঠেকাতে পারবে না, বরং মাস্কের ওপর চলে আসা ভাইরাসটিকেও মেরে ফেলবে। স¤প্রতি ‘আমেরিকান কেমিক্যাল সোসাইটি-অ্যাপ্লায়েড মেটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ গবেষণা। গবেষকরা জানিয়েছেন, মলিবডেনাম ডাইসালফাইড দিয়ে তৈরি হবে এ মাস্ক। এ বিশেষ উপাদান দিয়ে একটি চুলের থেকেও কয়েক গুণ পাতলা একটি আস্তরণ তৈরি করা হয়েছে। যা মাস্কের ওপর লাগিয়ে দেওয়া হচ্ছে। এ উপাদানটির রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল গুণাগুণ। ১০০ থেকে ২০০ ন্যানোমিটারের কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া এ আস্তরণের ওপর চলে এলে নিমেষে তার মৃত্যু ঘটবে। কভিড-১৯ ভাইরাসটি ১২০ ন্যানোমিটারের। তাই এ উপাদানের সংস্পর্শে এলে কভিড-১৯ ভাইরাসও মারা যাবে। গবেষকরা জানিয়েছেন, মলিবডেনাম ডাইসালফাইডের ওই আস্তরণ জীবাণুনাশে দুভাবে কাজ করে। এর উপরিতল অত্যন্ত ধারালো। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের তলায় দেখলে মনে হবে ঠিক যেন অনেকগুলো ছুরি পর পর রাখা। কভিড-১৯ বা কোনো জীবাণুর সংস্পর্শে এলেই তাদের কোষপর্দা ভেদ করে ভিতরে প্রবেশ করে ছুরির মতো ধারালো অংশগুলো। ফলে মারা যায় ভাইরাস-ব্যাকটেরিয়া। সূর্যের আলোয় অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে মলিবডেনাম ডাইসালফাইড। কিছুক্ষণ সূর্যালোকে থাকলেই ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর তাপমাত্রা হয়ে যায়, যা অনেক জীবাণুকেই বাঁচতে দেয় না। করোনাভাইরাসকে মেরে ফেলার জন্য নিশ্চিন্ত হয়ে একাধিকবার ব্যবহার করা যেতে পারে এ মাস্ক। আবার সহজেই শুধু রোদে ফেলে রেখে জীবাণুমুক্তও করে ফেলা যায়। বারবার সাবান-পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলেও এর কার্যকারিতা হ্রাস পাবে না। পরীক্ষায় দেখা গেছে ৬০ বার সাবান জলে ধোওয়ার পরও একইভাবে জীবাণু ধ্বংস করতে পারছে এ মাস্ক। মলিবডেনাম ডাইসালফাইড দিয়ে শুধু মাস্কই নয়, পিপিই-ও তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকরা আরও জানিয়েছেন, এখনো তারা কোনো মাস্ক বা পিপিই উৎপাদনকারী সংস্থার সঙ্গে কথা বলেননি। আরও কিছু দিন গবেষণা চালাতে চান তারা। তারপরই বাণিজ্যিক উৎপাদনের জন্য এ ফর্মুলা বিভিন্ন সংস্থার সঙ্গে ভাগ করে নেবেন তারা। এর দাম আকাশছোঁয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন গবেষকরা। মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যেই থাকবে দাম।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
মাস্কের সংস্পর্শেই মারা যাবে করোনাভাইরাস
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর