রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
সব নাবিকের মৃত্যুর শঙ্কা

সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার

সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নিখোঁজ সাবমেরিন কেআরআই নাঙ্গালা-৪০২ এর খোঁজ মিলেছে। গতকাল এক সংবাদ সম্মেলনে দেশটির নৌবাহিনীর প্রধান ইউডো মারগোনো জানান, নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে এর ৫৩ নাবিকের সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে সাবমেরিনের ধ্বংসাবশেষের ছয়টি টুকরা সবার সামনে হাজির করা হয়। এসব ধ্বংসাবশেষের মধ্যে ছিল লুব্রিকেন্টের একটি বোতল ও টর্পেডোর সুরক্ষার একটি যন্ত্র। দেশটির বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার মার্শাল হাদি তিজাহ জানতো জানান, ‘সাবমেরিনের সর্বশেষ অবস্থানের কাছেই এসব জিনিস পাওয়া গেছে। এগুলো সাবমেরিনের অংশ বলেই ধারণা করা হচ্ছে। চাপ না থাকলে সাবমেরিন থেকে এসব জিনিস কখনো বের হয়ে আসার কথা না।’ দেশটির নৌবাহিনী প্রধান ইউডো মারগোনো বলেন, উদ্ধারকর্মীরা একাধিক বস্তু পেয়েছেন। এসব প্রমাণের প্রেক্ষিতে আমরা এখন সাবমেরিনটিকে নিখোঁজ না বলে ডুবে গেছে বলব। তিনি আরও জানান, একটি স্ক্যানারে ধরা পড়েছে সাবমেরিনটি ৮৫০ মিটার গভীরে রয়েছে। যা মানুষের বেঁচে থাকার গভীরতা সীমার চেয়ে বেশি। এটি ৫০০ মিটার গভীর পর্যন্ত চলাচলের জন্য নির্মিত।

গত ২১ এপ্রিল ভোরে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরের পানিতে নিখোঁজ হয়। এটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে এর মেরামত কাজ শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর