বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

হংকংকে পাল্টে ফেলছে চীন

যে অদৃশ্য রেখাটি কমিউনিস্ট চীন আর গণতান্ত্রিক হংকংকে আলাদা করে রেখেছিল, প্রতিটি দিন একটু একটু করে তা মিলিয়ে দিচ্ছে। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে, চীনের কমিউনিস্ট পার্টি পাল্টে দিচ্ছে হংকংকে, একসময়ের ‘স্বাধীনচেতা’ এ শহরের প্রাণচাঞ্চল্য শুষে নিচ্ছে; আরও বেশি স্পষ্ট হয়েছে কর্তৃত্বপরায়ণ শক্তি, যা আগে কখনই করা হয়নি। ২০২০ সালের ৩০ জুন হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএল) প্রবর্তন করে চীন। এর আগের বছর গণতন্ত্রপন্থিদের ব্যাপক বিক্ষোভে বছরজুড়েই কার্যত অচল ছিল একসময়ের এই ব্রিটিশ উপনিবেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর