শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

জনসনের নতুন নীতি নিয়ে শঙ্কায় বিজ্ঞানীরা

জনসনের নতুন নীতি নিয়ে শঙ্কায় বিজ্ঞানীরা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি মাস থেকেই করোনাভাইরাস মহামারীর সব বিধিনিষেধ তুলে দিয়ে মুক্ত জীবনে ফেরার যে আশা দেখিয়েছেন, তা নিয়ে শঙ্কায় আছেন বিজ্ঞানীরা। আগামী ১৯ জুলাই থেকে ইংল্যান্ডে সব বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা গত সোমবারই দিয়েছেন জনসন। কিন্তু বেশ কয়েকজন বিজ্ঞানী তার এ নতুন কভিড-নীতিকে ‘বিপজ্জনক’ এবং ‘অকালে নেওয়া সিদ্ধান্ত’ বলেই বর্ণনা করছেন। কারণ, বিশ্বে যুক্তরাজ্য টিকাকরণের সর্বোচ্চ হারের দেশগুলোর অন্যতম হলেও দেশটিতে ভাইরাস সংক্রমণের নতুন ঢেউ শুরু হয়েছে। জুনের শুরু থেকে এক মাসেই ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ চারগুণ বেড়েছে।

সর্বশেষ খবর