রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

কমে যাচ্ছে ফাইজারের টিকার কার্যকারিতা

ইসরায়েলের গবেষণা

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকার কার্যকারিতা কমে ৩৯ শতাংশ হয়ে গেছে। কিন্তু রোগ গুরুতর হওয়া ঠেকাতে এখনো উচ্চ মাত্রায় কার্যকর টিকাটি। গত বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ এ খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, গুরুতর রোগ ঠেকানোর ক্ষেত্রেও ফাইজারের টিকার কার্যকারিতা কিছুটা কমেছে। তবে এখনো তা ৯১ শতাংশ রয়েছে। আর আক্রান্তদের হাসপাতালে ভর্তি ঠেকানোর ক্ষেত্রে টিকাটির কার্যকারিতা ৮৮ শতাংশ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কমে যাওয়ার বিভিন্ন প্রতিবেদনের মধ্যে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য তুলে ধরল। খবরে বলা হয়েছে, দুই ডোজ টিকা নেওয়া মানুষদের মধ্যে ৫ হাজার ৭৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট পরীক্ষা করা হয় ১১ লাখ ৫২ হাজার ৯১৪ জনকে।

 এদের ৪৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ৩৩৪ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় এবং ১২৩ জনের মৃত্যু হয়েছে।

দুই দিন আগে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক পর্যালোচনায় টিকার কার্যকারিতায় উল্লেখযোগ্য হ্রাসের কথা জানিয়েছিল। পর্যালোচনার তথ্যে উঠে আসে যে, সময় গড়ানোর সঙ্গে সংক্রমণ ও গুরুতর রোগ ঠেকাতে কার্যকারিতা মাত্রা কমে যাচ্ছে। সংক্রমণ ঠেকাতে কার্যকারিতা কমে এলেও বৃহস্পতিবার টিকা না নেওয়া ইসরায়েলিদের সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ স্পষ্ট। সব ইসরায়েলিকে টিকা দেওয়া সম্ভব ও টিকা নিতে হবে।

সর্বশেষ খবর