যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে ভয়ংকর ঝড় হেনরি। এ কারণে নিউইয়র্ক, কানেকটিকাট এবং ম্যাসাচুসেট্স স্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক সময় রবিবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় রবিবার রাত ৯টা) আটলান্টিক মহাসাগর অতিক্রম করে হামলে পড়ার কথা লং আইল্যান্ডে। এরপর তা নিউইয়র্কের বিভিন্ন এলাকায় আঘাত করে কানেকটিকাট হয়ে ম্যাসাচুসেটস তথা নিউইংল্যান্ড অতিক্রম করবে। এই হারিকেনের আতঙ্কে রয়েছে সোয়া চার কোটি মানুষ। পূর্বাঞ্চলীয় উপকূল অতিক্রম করে শনিবার সন্ধ্যায় উত্তর-পূবাঞ্চলীয় এলাকায় বিস্তৃত হয়েছে হারিকেন হেনরি। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো শনিবার দুপুরের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হেনরির আঘাত ২০১২ সালের স্যান্ডিকেও ছাড়িয়ে যেতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যেই ন্যাশনাল গার্ডের ৫ শতাধিক সদস্যকে মাঠে নামানো হয়েছে। স্থানীয় প্রশাসনকে সক্রিয় থাকতে বলা হয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা এবং হেনরি চলে যাওয়ার পরই উদ্ধার ও পুনর্বাসন তৎপরতা শুরুর জন্য। ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাসে শনিবার অপরাহ্ণে বলা হয়েছে, নিউইয়র্ক সিটির ফ্লাশিং থেকে ম্যাসাচুসেটস স্টেটের ছাথম পর্যন্ত শত শত মাইলে ৩ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি ঝরবে রবিবার হারিকেনের প্রভাবে। শতাধিক মাইল বেগে ঝড়-বৃষ্টি প্রবাহিত হবে। ‘হেনরি’ নামের হারিকেন ও বৃষ্টির পূর্বাভাস গত শুক্রবার থেকে প্রচার করা হয়। শনিবার বিকাল থেকে সমুদ্র উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে বিভিন্ন সড়ক-মহাসড়কে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শিরোনাম
- ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
হারিকেন হেনরি
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর