শিরোনাম
সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

টিকা না পাওয়াদের গুরুত্ব দেওয়া দরকার : তেদরোস

টিকা না পাওয়াদের গুরুত্ব দেওয়া দরকার : তেদরোস

বুস্টার ডোজের চেয়ে যাঁরা এখনো টিকা পাননি তাঁদের বেশি গুরুত্ব দেওয়া দরকার। এই অভিমত ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ আবারও ভয়াবহ আকার ধারণ করছে। ডব্লিউএইচও বলছে, ইউরোপ আবারও মহামারীর কেন্দ্রস্থলে পরিণত হতে যাচ্ছে। গত সপ্তাহেই মহাদেশটিতে প্রায় ২০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। গেব্রেয়াসুস বলছেন, মহামারী শুরুর পর এক সপ্তাহে এত সংক্রমণ আগে দেখেনি ইউরোপ। এদিকে মহামারী সামাল দিতে নানা বিধিনিষেধ জারি করছে দেশগুলো। অনেক দেশ আবার টিকাদান কার্যক্রম জোরদার বা বুস্টার ডোজ চালু করে সংক্রমণের লাগাম টানতে চাচ্ছে। কিন্তু ডব্লিউএইচও প্রধান জানান, কতজনকে টিকা দেওয়া হচ্ছে বিষয়টি এমন নয়, বিষয় হলো কাদের টিকা দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন স্বাস্থ্যকর্মী, বয়স্ক এবং ঝুঁকিতে থাকা লোকজন টিকার প্রথম ডোজের অপেক্ষায় আছেন, তখন সুস্থদের বুস্টার ডোজ দেওয়া কিংবা শিশুদের টিকা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে চলতি বছরের শেষ পর্যন্ত বুস্টার ডোজ না দিতে আহ্বান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সর্বশেষ খবর