সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

একুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬৮

একুয়েডরের গুয়াইয়াকিল শহরের পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরাল কারাগারে দাঙ্গায় ৬৮ জন নিহত হয়েছেন। ঘটনাটি অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে ঘটেছে বলে শনিবার জানিয়েছে দেশটির সরকার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াইয়াকিলের এ কারাগারেই সেপ্টেম্বরের শেষ দিকে দাঙ্গায় ১১৯ জন বন্দী নিহত হয়েছিল; যা এ পর্যন্ত দেশটির ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ কারাদাঙ্গা। সে সময় কারাগারটির নিয়ন্ত্রণ নিয়ে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর মধ্যে চলা বিরোধকে দায়ী করেছিল দেশটির সরকার। গুয়াইয়াস প্রদেশের গভর্নর পাবলো আরোসেমেনা এক সংবাদ সম্মেলনে জানান, এক অপরাধী গোষ্ঠীর প্রধানের মুক্তির পর সৃষ্ট শূন্যতা পূরণ নিয়ে দ্বন্দ্বের জেরে এবারের ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, দেশটির কারাগারগুলোর বেশিরভাগ বন্দী ভয়ংকর সন্ত্রাসী ও মাদক দলের সদস্য।

সর্বশেষ খবর