সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিলেন এমপি

সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিলেন এমপি

প্রসব বেদনার মধ্যে নিজে সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছে সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের পার্লামেন্ট সদস্য জুলি অ্যান জেন্টার। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ২টার দিকে তিনি সাইকেল চালিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন; ঘণ্টাখানেক পর তার মেয়ের জন্ম হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘বড় খবর। রবিবার দিবাগত রাত ৩টা ৪ মিনিটের দিকে আমরা আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছি। প্রসব বেদনার মধ্যে সাইকেল চালানোর পরিকল্পনা ছিল না আমার, কিন্তু হয়ে গেছে,’ সন্তান পৃথিবীর মুখ দেখার কয়েক ঘণ্টা পর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন গ্রিন পার্টির সদস্য জেন্টার। ৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ড তাদের রাজনীতিকদের সাদাসিধে আচরণের জন্য খ্যাত। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের দায়িত্বে থাকা অবস্থায় মাতৃত্বকালীন ছুটি নেওয়া এবং জাতিসংঘের এক বৈঠকে তিন মাসের শিশু সন্তানকে নিয়ে যাওয়া ও তাকে স্তন্যপান করানোর ঘটনা বিশ্বজুড়ে বাহবা পেয়েছিল। জুলি অ্যান জেন্টারের ফেসবুক থেকে নেওয়া সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্মদানের অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয় জেন্টারের। ২০১৮ সালে প্রথম সন্তান জন্ম দেওয়ার সময়ও তিনি এমনটা করেছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম, সে সময় তিনি ছিলেন দেশটির নারীবিষয়ক মন্ত্রী। যুক্তরাষ্ট্র-নিউজিল্যান্ডের দ্বৈত নাগরিক জেন্টার মিনেসোটায় জন্ম নিলেও ২০০৬ সালে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে চলে আসেন।

সর্বশেষ খবর