মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

তেলের কারণে রাশিয়া থেকে মুখ ফেরাতে পারছে না ইউরোপ

তেলের কারণে রাশিয়া থেকে মুখ ফেরাতে পারছে না ইউরোপ

ইউক্রেনের উপর হামলার জের ধরে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু রাশিয়া থেকে পুরো মুখ ফিরিয়ে নিতে পারছে না ইউরোপ। নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতি ধাক্কা খেলেও ইউরোপ থেকে মস্কোর মূল আয়ের পথ বন্ধ হয়নি। পেট্রোলিয়াম ও গ্যাস বিক্রি করে প্রতিদিন কোটি কোটি ইউরো পাচ্ছে ভøাদিমির পুতিনের সরকার ও সামরিক নেতৃত্ব। ইউক্রেন বারবার রাশিয়া থেকে জ্বালানি আমদানির উপর ঢালাও নিষেধাজ্ঞার ডাক দিলেও সেই প্রশ্নে ইউরোপে ঐকমত্য অর্জন করা সম্ভব হচ্ছে না। ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেল জার্মানির ‘ডি ভেল্ট’ সংবাদপত্রকে বলেন, এই মুহূর্তে রাশিয়া থেকে জ্বালানি আমদানির প্রশ্নে ইইউ ঐক্যবদ্ধভাবে কোনো অবস্থানে নেই। আগামী মাসের শেষে ইইউ শীর্ষ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হবার কথা। তার আগে সে বিষয়ে সিদ্ধান্তের সম্ভাবনা ক্ষীণ। তবে ইউরোপের বিভিন্ন দেশ তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে রাশিয়ার উপর নির্ভরতা কমানোর জোরাল উদ্যোগ নিচ্ছে। বরেল মনে করেন, কোনো এক সময়ে সেটা সম্ভব হবে। অর্থাৎ ইইউ রাশিয়ার উপর ষষ্ঠ দফায় আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপানোর যে প্রস্তুতি চালাচ্ছে, তার মধ্যে জ্বালানি অন্তর্গত হবার সম্ভাবনা নেই। ২০২০ সালের হিসাব অনুযায়ী রাশিয়া ইউরোপকে এক-চতুর্থাংশেরও বেশি পেট্রোলিয়াম সরবরাহ করেছে। গত বছর এ থেকে রাশিয়ার এক-তৃতীয়াংশেরও বেশি রাজস্ব এসেছে।

মারিউপোলের ইস্পাত কারখানা এলাকায় রাশিয়ার যুদ্ধবিরতি: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মারিউপোলের আজভস্টল ইস্পাত কারখানা এলাকায় আটকা পড়া বেসামরিক নাগরিকদের সরে যেতে অনুমোদন দিয়েছে। ইউক্রেনের সময় গতকাল দুপুর ২টা থেকে রাশিয়ান সেনাদের ‘নিরাপদ দূরত্বে’ প্রত্যাহার করে নেওয়া হবে। ইউক্রেনের সেনা এবং বেসামরিক নাগরিকরা মারিউপোলের আজভস্টলের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটি গত কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রেখেছে। এটিই মারিউপোলের সর্বশেষ অংশ যা এখনো রাশিয়ান সেনারা দখলে নিতে পারেনি।

সর্বশেষ খবর