রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

মন্দার কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইকোনমিস্টের প্রতিবেদন

‘২০২৪ সালে মন্দার কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও এ মন্দার প্রভাব কিছুটা হালকা হলেও হতে পারে। বর্তমানে বিশ্ব অর্থনীতি, সম্পদের বাজার ও আমেরিকার রাজনীতি- সবই ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং মন্দা খারাপ ও অপ্রত্যাশিত পরিণতিও ডেকে আনতে পারে।’ গতকাল প্রকাশিত দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার অর্থনীতির সামনের চাপ থেকে রেহাই পাবে না। এমনিতেই খাদ্য ও পেট্রোলের দামের ঊর্ধ্বগতি জনগণের পকেট খালি করছে। গত এপ্রিলেও ভোগ্যপণ্যের দাম এক বছরের আগের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেশি ছিল। এমনকি খাদ্য ও জ্বালানির দাম বাদে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২ শতাংশ। এখন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব ও চীনের শূন্য-কভিড নীতি যতদিন লেগে থাকবে, ততদিন সরবরাহ সংকট আরও বাড়বে। এ ছাড়া আমেরিকান শ্রম বাজারও এখন বেশ উত্তপ্ত। বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের মজুরি বৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশ। তারা বলছে, পণ্যের দাম বাড়লেও মজুরি বাড়ানোর বিষয়টি আর নিতে পারবে না কোম্পানিগুলো। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকও ছোট ছোট সমস্যা অতিক্রম করছে। বহুজাতিক ব্যাংকিং ও হোন্ডিং কোম্পানি জেপি মরগান চেসের প্রধান জেমি ডিমন ১ জুন আমেরিকাকে সতর্ক করে বলেছেন, অর্থনীতিতে একটি ‘হারিকেন’ আসতে যাচ্ছে। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন আগ্রাসনের ফলে বিশ্বের বেশির ভাগ দেশে পণ্যের মূল্য বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া পর্যন্ত দেশগুলোর তীব্র খাদ্য সংকট এবং জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি সংকট তৈরি করেছে।

সর্বশেষ খবর