বয়স সাকুল্যে ৪২। আবার অশ্বেতাঙ্গ। তিনি ঋষি সুনাক। এই ব্যক্তিকেই প্রধানমন্ত্রী করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। কারণ দেশটিতে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই দৌড়ে এখনো এগিয়ে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য দ্বিতীয় রাউন্ডে ১০১ ভোটে এগিয়ে গেছেন। যা ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ঋষি। এর আগে বুধবার প্রথম রাউন্ডের ভোটে রক্ষণশীল বিধায়কদের মধ্যে সব থেকে বেশি ভোট পেয়েছিলেন সুনাক। দলের ৩৫৮ জন এমপির মধ্যে ৮৮ জনের সমর্থন পেয়েছেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে ঋষি সুনাকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন জুনিয়র বাণিজ্যমন্ত্রী ও বুকিরদের প্রিয় পেনি মর্ডান্ট। তাঁর সংগ্রহে রয়েছে ৮৩টি ভোট। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ৬৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারম্যান ২৭ ভোট পেয়ে লড়াই থেকে ছিটকে গেছেন। কেমি ব্যাডেনোচ ৪৯ ও টম টুগেনধাত ৩২টি ভোট পেয়ে এখনো লড়াইয়ের ময়দানে রয়েছেন। ঋষি সুনাকের বিরুদ্ধে বিরোধীদের প্রধান হাতিয়ারই হলো তাঁর সম্পত্তি। কারণ প্রচুর সম্পদের মালিক ঋষি। অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে দেশকে নেতৃত্বে দেওয়ার জন্য ভারতীয় বংশো™ভূত ঋষি সুনাক যথেষ্ট ধনী- এমনটাই প্রচার চালিয়েছিল বিরোধীরা। তিনি বলেছেন, তাঁর পূর্ব কাজের মূল্যায়ন আর রেকর্ড দেখছে। তাঁর সম্পদের বিচার না করে ব্যক্তি হিসেবে তাঁকে বিচার করার আবেদন জানিয়েছেন ভোট দাতাদের। তিনি জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা রয়েছে তাঁর। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় ঋষি সুনাক ছিলেন অর্থমন্ত্রী। তাঁর পদত্যাগের কারণেই গদিচ্যুত হন বরিস জনসন। সুনাক ভারতের সবচেয়ে বড় আইটি ফার্ম ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাতা। আগামী ৫ সেপ্টেম্বর সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকে নতুন কনজারভেটিভ পার্টি এবং বরিস জনসনের স্থলাভিষিক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
দ্বিতীয় দফার ভোটে আরও উজ্জ্বল ঋষি সুনাক
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর