বয়স সাকুল্যে ৪২। আবার অশ্বেতাঙ্গ। তিনি ঋষি সুনাক। এই ব্যক্তিকেই প্রধানমন্ত্রী করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। কারণ দেশটিতে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই দৌড়ে এখনো এগিয়ে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য দ্বিতীয় রাউন্ডে ১০১ ভোটে এগিয়ে গেছেন। যা ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ঋষি। এর আগে বুধবার প্রথম রাউন্ডের ভোটে রক্ষণশীল বিধায়কদের মধ্যে সব থেকে বেশি ভোট পেয়েছিলেন সুনাক। দলের ৩৫৮ জন এমপির মধ্যে ৮৮ জনের সমর্থন পেয়েছেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে ঋষি সুনাকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন জুনিয়র বাণিজ্যমন্ত্রী ও বুকিরদের প্রিয় পেনি মর্ডান্ট। তাঁর সংগ্রহে রয়েছে ৮৩টি ভোট। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ৬৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারম্যান ২৭ ভোট পেয়ে লড়াই থেকে ছিটকে গেছেন। কেমি ব্যাডেনোচ ৪৯ ও টম টুগেনধাত ৩২টি ভোট পেয়ে এখনো লড়াইয়ের ময়দানে রয়েছেন। ঋষি সুনাকের বিরুদ্ধে বিরোধীদের প্রধান হাতিয়ারই হলো তাঁর সম্পত্তি। কারণ প্রচুর সম্পদের মালিক ঋষি। অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে দেশকে নেতৃত্বে দেওয়ার জন্য ভারতীয় বংশো™ভূত ঋষি সুনাক যথেষ্ট ধনী- এমনটাই প্রচার চালিয়েছিল বিরোধীরা। তিনি বলেছেন, তাঁর পূর্ব কাজের মূল্যায়ন আর রেকর্ড দেখছে। তাঁর সম্পদের বিচার না করে ব্যক্তি হিসেবে তাঁকে বিচার করার আবেদন জানিয়েছেন ভোট দাতাদের। তিনি জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা রয়েছে তাঁর। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় ঋষি সুনাক ছিলেন অর্থমন্ত্রী। তাঁর পদত্যাগের কারণেই গদিচ্যুত হন বরিস জনসন। সুনাক ভারতের সবচেয়ে বড় আইটি ফার্ম ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাতা। আগামী ৫ সেপ্টেম্বর সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকে নতুন কনজারভেটিভ পার্টি এবং বরিস জনসনের স্থলাভিষিক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হবে।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
দ্বিতীয় দফার ভোটে আরও উজ্জ্বল ঋষি সুনাক
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর