বুধবার, ২৭ জুলাই, ২০২২ ০০:০০ টা
বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

ভারতের রাজ্যসভা থেকে ১৯ এমপি সাময়িক বরখাস্ত

ভারতের রাজ্যসভা থেকে বিরোধী দলের ১৯ এমপিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গতকাল তাঁদের বরখাস্ত করেন স্পিকার। এর আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে প্ল্যাকার্ডসহ লোকসভায় বিক্ষোভ দেখানোর জন্য সোমবারও লোকসভার চার কংগ্রেস সদস্যকে চলতি বর্ষাকালীন অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত করেন স্পিকার। বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে রয়েছেন তৃণমূলের সাতজন। তারা হলেন সুস্মিতা দেব, মৌসম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস ও মহম্মদ নাদিমুল হক। বিরোধী এমপিরা গতকাল মূল্যবৃদ্ধি, জিএসটিসহ একাধিক বিষয়ে রাজ্যসভা ও লোকসভায় সরব হন। দফায় দফায় বিক্ষোভের জেরে দুই কক্ষেরই সভা মুলতবি হয়ে যায়।

এটা ঘটনা, গত বছরও বর্ষা অধিবেশনের সময় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দোলা, মৌসমসহ ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। সেবার অবশ্য একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এবার করা হয়েছে, চলতি সপ্তাহ অর্থাৎ শুক্রবার পর্যন্ত। প্রসঙ্গত বর্ষা অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত।

সর্বশেষ খবর