বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার মিসাইল গুদামে ইউক্রেনের হামলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা রাশিয়ান সেনাদের একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। এই গুদামে এস-৩০০ মিসাইল মজুদ করা ছিল। যা রুশ সেনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেলেনস্কি দাবি করেছেন, এসব মিসাইল দিয়ে খারকিভে হামলা চালাচ্ছিল রাশিয়া। এ ব্যাপারে সোমবার রাতে একটি ভিডিওতে জেলেনস্কি বলেন, আমি আবারও আমাদের সেনাদের ধন্যবাদ দিতে চাই। যারা ইউক্রেনে রুশ সেনাদের অবস্থান প্রতিদিন কঠিন থেকে কঠিন করে দিচ্ছে। জেলেনস্কি আরও বলেন, আজ আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের রকেট কামান বাহিনীর একটি দলকে, যারা তাদের নির্ভুল নিশানার মাধ্যমে রাশিয়ার গুদাম ধ্বংস করেছে, এই গুদাম থেকে এস-৩০০ মিসাইল নিয়ে রাশিয়া খারকিভে হামলা চালাত। জেলেনস্কি দাবি করেন যুক্তরাষ্ট্রের মাল্টিপল রকেট লঞ্চার হিমার্স ব্যবহার করে এই হামলা চালানো হয়।

 

সর্বশেষ খবর