শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
বিহারের সোহাগপুর

ভারতের স্বাধীনতার পর গ্রামটিতে এই প্রথম সরকারি চাকরি

দীপক দেবনাথ, কলকাতা

১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছিল ভারত। এরপর ৭৫ বছর কেটে গেলেও এই প্রথম ভারতের বিহার রাজ্যের এক প্রত্যন্ত গ্রামের সন্তান সরকারি চাকরি পেলেন। স্বভাবতই উচ্ছ্বসিত সেই পরিবার, গ্রামের মানুষ।

বিহারের মোজাফফরপুর জেলার কাটরা এলাকার এক ছোট্ট গ্রাম সোহাগপুর। মেরে কেটে ২ হাজার মানুষ বাস করে সেই গ্রামে। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর গত ৭৫ বছরেও ওই গ্রামের কেউ সরকারি চাকরি পাননি। সেক্ষেত্রে ওই গ্রামের বাসিন্দা ২৫ বছর বয়সী রাকেশ কুমারই প্রথম ব্যক্তি যিনি স্বাধীনতার পর সরকারি চাকরি পেলেন। রাকেশকে স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষক পদে যোগ দিতে বলা হয়েছে। রাকেশ বলেন, ‘গ্রামের বাসিন্দাদের মনে চিরাচরিত ধারণা ছিল যে সরকারি চাকরি পাওয়াটা অসম্ভব। আমি সেই মিথটা দূর করতে চেয়েছিলাম।’ রাকেশের সরকারি চাকরি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই গত মঙ্গলবার উৎসবে মেতে ওঠে সোহাগপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীই মিষ্টি নিয়ে এসে সবার মধ্যে তা বিতরণ করেন, একে অপরের মুখে রং মাখিয়ে দেন। ২০১৬ সালে রাকেশের বয়স যখন ১৯ বছর তখন তার বাবা রাম লাল চৌধুরী মারা যান। ফলে প্রচণ্ড আর্থিক সংকটে পড়ে রাকেশের পরিবার। এই অবস্থায় নিজের পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরানো এবং নিজের পড়াশোনার খরচ জোগাতে স্থানীয় বাচ্চাদের প্রাইভেট পড়াতে শুরু করেন তিনি। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল সরকারি চাকরি পাওয়া। আর সেই কারণেই আমি কঠোর পরিশ্রম করেছিলাম।’

সর্বশেষ খবর