শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী!

কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী!

চাইলেই নেতা হওয়া যায় না। তার উপযুক্ত প্রমাণ দিলেন লিজ ট্রাস। মাত্র ৪৫ দিন থাকতে পারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসনে। গতকাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরপরই এই পদ নিয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। ঋষি সুনাক নাকি বরিস জনসন! কে ফিরছেন ব্রিটেনের ১০ ডাউনিং স্ট্রিটে। সময়ও খুব কম। এক সপ্তাহের মধ্যে কনজারভেটিভ দলের নেতা নির্বাচন করা হবে। সেই প্রতিযোগিতার প্রথমেই আছেন ঋষি ও জনসন। লন্ডনের ডেইলি টেলিগ্রাফ ও দ্য টাইমস রিপোর্টে বলেছে, নেতৃত্বের লড়াইয়ে বরিস জনসন নামবেন বলে মনে হচ্ছে। লিজ ট্রাসের কাছে প্রতিযোগিতায় হেরে যাওয়া সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকেরও সম্ভাবনা প্রবল। তিনি এই পদের জন্য খুব আগ্রহী।

তবে হাউস অব কমন্স নেতা পেনি মর্ডন্ট এই পদে আগ্রহী। আজই তিনি তা নিশ্চিত করবেন। আগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। তার মিত্ররা মনে করছেন, তিনিও এগিয়ে থাকবেন এক্ষেত্রে। তিনি নিজে লিজ ট্রাসের উচ্চমাত্রায় সমালোচক। এখন প্রশ্ন হলো প্রকৃতপক্ষে কে কে সামনে এগিয়ে আসবেন এবং এক সপ্তাহের মধ্যে নেতা নির্বাচনের তীব্র এক প্রতিযোগিতায় টিকে থাকবেন।

এছাড়াও যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে আছেন, সাবেক মন্ত্রী ক্রিস্পিন ব্লান্ট, বর্তমান অর্থমন্ত্রী জেরেমি হান্টও।

সর্বশেষ খবর