ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতায় তার দেশ আরও উন্নতি করবে। খবর রয়টার্সের।
জেলেনস্কি শনিবার রাতে এক ভিডিও ভাষণে এ কথা বলেন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে এমন কথা বললেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সবশেষ এ গণহামলার পরিসর খুব বিস্তৃত। পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউক্রেনের অঞ্চলগুলোতে এ হামলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জেলেনস্কি বলেন, অবশ্যই রুশ ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন শতভাগ ভূপাতিত করার প্রযুক্তিগত সক্ষমতা তাদের নেই। তিনি নিশ্চিত যে, ধীরে ধীরে তারা তাদের অংশীদারদের সাহায্যে এ সক্ষমতা অর্জন করবেন। ইতোমধ্যে তারা বেশির ভাগ ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ভূপাতিত করছেন।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় গতকালও একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা। এতে ইউক্রেনের অনেক অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।