সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত শতাধিক

পূর্ব আফ্রিকার দারিদ্রপীড়িত সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জোড়া গাড়িবোমা হামলায় শতাধিক ব্যক্তি নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছেন। গত শনিবার এ হামলা চালানো হয়। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এ হামলার জন্য উগ্র আশ-শাবাব গোষ্ঠীকে দায়ী করেছেন এবং জানিয়েছেন, বোমা হামলায় হতাহতের সংখ্যা এখনো বাড়ছে।

জানা গেছে, প্রথম হামলাটি হয় রাজধানী মোগাদিশুর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। লোকজন এবং অ্যাম্বুলেন্স সার্ভিস যখন হতাহতদের উদ্ধারের চেষ্টা করছিলেন তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে বহু নারী এবং শিশু রয়েছে। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও প্রেসিডেন্ট হাসান শেখ এ জন্য উগ্রবাদী আশ-শাবাব গোষ্ঠীকে দায়ী করে বলেছেন, এ গোষ্ঠী বহুদিন ধরে সোমালিয়ায় প্রায়ই এ ধরনের বর্বর বোমা হামলা চালায়।

উল্লেখ্য, ২০১৭ সালে একই এলাকায় একই ধরনের ভয়াবহ হামলা হয়েছিল। সেবার সন্ত্রাসীরা বিস্ফোরকবোঝাই ট্রাকের মাধ্যমে হামলা চালায় এবং তাতে ৫০০ মানুষ মারা গিয়েছিলেন।   প্রেসিডেন্ট হাসান শেখ বলেছেন, একই স্থানে একইভাবে নিরীহ জনগণকে হত্যা করা হলো।

সর্বশেষ খবর