সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

১৮ বছর পর গুয়ানতানামো থেকে মুক্তি

পাকিস্তানে ফিরলেন সাইফুল্লাহ

১৮ বছর পর গুয়ানতানামো থেকে মুক্তি

সাইফুল্লাহ পরাচার

যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে বন্দিশিবিরে ১৮টি বছর বন্দি পাকিস্তানের নাগরিক সাইফুল্লাহ পরাচার। কোনো অপরাধ না করেও তাকে সেখানে নিষ্ঠুরতার শিকার হতে হয়েছে। অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। তিনি শনিবার পাকিস্তান পৌঁছেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গুয়ানতানামো বে-তে ৭৫ বছর বয়সী সাইফুল্লাহই ছিলেন সবচেয়ে বেশি বয়সী বন্দি। সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে তার সম্পৃক্ততা থাকার সন্দেহে গ্রেফতার করে সেখানে আটক রাখা হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ কখনই গঠন করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন ডন। কিউবার গুয়ানতানামো কারাগারে কমপক্ষে ১৬ বছর কাটানোর পর গত বছর মে মাসে তাকে ছেড়ে দেওয়ার অনুমোদন হয়। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাইফুল্লাহ পরাচারকে দেশে ফিরিয়ে আনতে আন্তঃএজেন্সির মধ্যে বিস্তৃত কাজ সম্পন্ন হয়েছে। আমরা আনন্দিত যে, বিদেশে আটক এ পাকিস্তানি তার পরিবারের সঙ্গে শেষ পর্যন্ত মিলিত হয়েছেন। তার মুক্তিতে আলাদাভাবে টুইট করেছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

সর্বশেষ খবর