বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

১০০ বিলিয়ন ডলার হারালেন ইলন

১০০ বিলিয়ন ডলার হারালেন ইলন

টেসলার শেয়ার দুই বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। প্রথমবারের মতো ইলন মাস্কের লোকসান ১০০ বিলিয়নে গিয়ে ঠেকেছে। খবর ব্লুমবার্গের। তবে, ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে টেসলার এ সহপ্রতিষ্ঠাতা এখনো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। গত সোমবার ৮.৬ বিলিয়ন লোকসানের পর ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯.৮ বিলিয়ন ডলার। সোমবার নিউইয়র্ক ট্রেডিংয়ে টেসলার শেয়ার ৬.৮% কমে ১৬৭.৮৭ ডলারে নেমে এসেছে। ২০২০ সালের নভেম্বরের পর থেকে এবারই সর্বনিম্ন অবস্থানে আছে কোম্পানির শেয়ার।

এ বছর ১০০.৫ বিলিয়ন ডলার হারিয়েছেন ইলন মাস্ক।

, যেখানে এক বছর আগেই মাস্কের সম্পদের পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন ডলার। মাস্কের সম্পদের বেশির ভাগই এসেছে টেসলার শেয়ার থেকে। কিন্তু করোনা মহামারিবিষয়ক নানা সীমাবদ্ধতায় চীনের বৃহৎ বাজার ধরে রাখতে হিমশিম খাচ্ছে টেসলা।

এদিকে, সম্প্রতি ত্রুটিপূর্ণ টেললাইটের কারণে ৩ লাখেরও বেশি গাড়ি প্রত্যাহারের ঘোষণা দেয় কোম্পানিটি। সেইসঙ্গে সাপ্লাই-চেইনবিষয়ক জটিলতা, কাঁচামালের ক্রমবর্ধমান খরচও মোকাবিলা করতে হচ্ছে মাস্কের কোম্পানিকে। তাছাড়া, কিছুদিন ধরে টুইটার নিয়েও ব্যস্ত ছিলেন মাস্ক। গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল-মিডিয়া নেটওয়ার্কটির শেয়ার কিনে নেন তিনি।

সর্বশেষ খবর