বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নেপালে ক্ষমতার পথে দেউবার দল

নেপালে ক্ষমতার পথে দেউবার দল

শের বাহাদুর দেউবা

কড়া নিরাপত্তায় শেষ হয়েছে নেপালের সাধারণ নির্বাচন। দেশজুড়ে চাপা উত্তেজনার মধ্যেই চলছে ভোটগণনা। গতকাল পর্যন্ত যে পরিসংখ্যান মিলেছে তাতে দেখা গেছে, ভোটের লড়াইয়ে আপাতত এগিয়ে রয়েছে শের বাহাদুর দেউবার নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। গত রবিবার নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৭৫ আসনবিশিষ্ট নেপাল পার্লামেন্টের ১৬৫টি আসনে হয় ভোট গ্রহণ। জাতীয় আইনসভার বাকি ১১০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে সমানুপাতিক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে। এ ছাড়া, প্রাদেশিক আইনসভার ৫৫০টি আসনের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হবেন ৩৩০ জন। বাকি ২২০টি আসনের প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সমানুপতিক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে। গতকাল পাওয়া তথ্য মতে, ৭০টি আসনে এগিয়ে রয়েছে শের বাহাদুর দেউবার নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। সপ্তমবারের জন্য দাদেলধুরা আসনে জয়ী হয়েছেন দেউবা। অন্যদিকে, বিরোধী কে পি শর্মা ওলির জোট এগিয়ে ৪০টি আসনে।

এখনো চূড়ান্ত ফলাফল আসতে কিছুটা সময় লাগবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

সর্বশেষ খবর