বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এনডিটিভির নতুন মালিক ধনকুবের গৌতম আদানি

এনডিটিভির নতুন মালিক ধনকুবের গৌতম আদানি

ভারতে প্রখ্যাত বেসরকারি টেলিভিশন নিউজ চ্যানেল নিউ দিল্লি টেলিভিশন বা ‘এনডিটিভি’র মালিক হয়ে গেল দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি। মঙ্গলবার এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা পরিচালক গোষ্ঠী থেকে ইস্তফা দেওয়ার পর গতকাল নতুন পরিচালনা বোর্ড কাজ শুরু করেছে। গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গোষ্ঠীর পক্ষে নতুন বোর্ডের পরিচালক হিসেবে আজ নিয়োগ করা হয় সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া ও সেন্থিল চেঙ্গালভারায়ণকে।

নির্ভীক, নিরপেক্ষ ও পক্ষপাতহীন হিসেবে পরিচিত বেসরকারি নিউজ চ্যানেল এনডিটিভির দখল নিতে ভারতের ধনকুবের গৌতম আদানি শিল্পগোষ্ঠী বেশ কিছুদিন ধরেই সচেষ্ট।

মাস তিনেক আগে জানাজানি হয়, এনডিটিভির প্রায় ২৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আদানি গোষ্ঠীর মিডিয়া শাখা। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার তোড়জোড় চালাচ্ছে তারা। প্রণয় ও রাধিকা সে সময় সেই খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। পাশাপাশি তাঁরা জানিয়েছিলেন, তাঁদের না জানিয়ে কিছু শেয়ার হস্তান্তর হয়েছে। তবে সংস্থার অধিকাংশ শেয়ার তাঁদেরই অধীনে রয়েছে। কবে শেষ পর্যন্ত আদানির কাছেই চলে গেল এনডিটিভি।

সর্বশেষ খবর