সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চীনে ফের বড় সমস্যা করোনা

চীনে ফের বড় সমস্যা করোনা

উভয় সংকটে পড়েছে চীন। একদিকে কভিড নিয়ে জিরো টলারেন্স নীতি। অন্যদিকে বিক্ষোভ। এর মধ্যে ব্যাপক বিক্ষোভের মধ্যে গত মাসে সরকার কঠোর কভিড-১৯ বিধিনিষেধ শিথিল শুরু করে। তা এখন বুমেরাং হয়ে উঠেছে। অর্থাৎ কভিড নীতি শিথিল করার পর থেকে মহামারি আবার দ্রুত ছড়িয়ে পড়ছে। মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে কিন্তু সরকার কিছুই করতে পারছে না। স্বাস্থ্য সংস্থাগুলো কেবল তাদের হাত বাড়িয়েছে। সরকার তাদের ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ করোনাভাইরাসের পরিবর্তে অন্য রোগ বলা হচ্ছে। চীনের শ্মশানের কাছে বসবাস করা লোকজন বলছে, প্রতিদিন অন্তত ১৫০ জনকে দাহ করা হচ্ছে। দেশটির কভিড টেস্টিং এবং রিপোর্টিং সিস্টেমে এমন পরিবর্তন করা হয়েছে যে, ভাইরাসটি কতটা ব্যাপক হয়ে উঠেছে তা জানা কঠিন হয়ে পড়েছে। সারা দেশে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র ও নিবিড় পরিচর্যা সুবিধা স্থাপনের ফলে হাসপাতাল এবং চিকিৎসা সুবিধার ওপর চাপ বাড়ছে। সাংহাইতে অতিরিক্ত ২ লাখ ৩০ হাজার হাসপাতালের বেড তৈরি করা হয়েছে। শহরের কিছু স্কুল ইতোমধ্যে ব্যক্তিগত ক্লাস বন্ধ করে দিয়েছে। কারণ শিক্ষক ও কর্মীরা অসুস্থ। অসুস্থ হয়ে পড়ার ভয় পাচ্ছেন পড়ুয়া ও তাদের অভিভাবকরাও। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কভিড চীনকে ধ্বংস করছে। ক্রমাগত লকডাউন এবং শূন্য কভিড নীতির কারণে দেশটির অর্থনৈতিক অবস্থাও প্রভাবিত হয়েছে। জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর