মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী শাজিয়া মারি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এ নেত্রী বলেছেন, ‘ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে, পাকিস্তানের কাছে একটি পারমাণবিক বোমা রয়েছে। আমাদের পারমাণবিক স্টেটাস চুপ করে থাকার নয়। পরিস্থিতি তৈরি হলে আমরা পিছপা হব না।’ এর আগে জাতিসংঘে পাকিস্তানের ব্যাপক সমালোচনা করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার পরই ভারতের প্রতি এমন হুমকি দেয় পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সমর্থনে প্রেস কনফারেন্স করছিলেন মারি। সেই সময় তিনি এ বিষবার্তা দেন। শাজিয়া ভারতকে হুমকি দিয়ে বলেছেন, মোদি সরকার যুদ্ধ করলে তার জবাব তারা পাবে। চুপ করে থাকার জন্য পাকিস্তানকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হয়নি। পাকিস্তানও বোঝে কীভাবে জবাব দিতে হবে। আপনি যদি বারবার পাকিস্তানের বিরুদ্ধে দাবি আনতে থাকেন, তাহলে পাকিস্তান চুপ করে শুনতে পারবে না।

সর্বশেষ খবর