মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

হিটলারের জন্মভিটা ধ্বংস করা হবে

হিটলারের জন্মভিটা ধ্বংস করা হবে

প্রয়াত জার্মান শাসক ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের জন্মস্থান নিয়ে বহু বছর ধরেই আলোচনা চলছে। ১৮৮৯ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করা হিটলার তার জীবনের প্রথম তিনটি বছর কোন জায়গায় কাটিয়েছিলেন তা নিয়ে তর্ক-বিতর্ক চলছে বহুদিন। তবে ইতিহাসবিদরা বলছেন তার জন্মস্থান অস্ট্রিয়ার ব্রাউনাউ আম ইন শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সমগ্র ইউরোপের নাৎসি বাহিনীর সদস্যরা হিটলারের জন্মস্থান হিসেবে খ্যাত এই বাড়িটির সামনে পোজ দিয়ে স্যুভেনির ছবিও তুলেছেন। এখন এই শহরের নাম পরিবর্তন করার কথাও ভাবছেন বাসিন্দারা! আর শহরটির প্রশাসন বলছেন হিটলারের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে নতুন আরেকটি ভবন নির্মাণের করা হবে, যেটির সঙ্গে আগের ভবনের কোনো মিল থাকবে না। তবে বিশ্লেষকরা বলছেন, ইতিহাস যতই অপ্রীতিকর হোক না কেন, সহজে তা মুছে দেওয়াও তো সম্ভব না!

 

 

সর্বশেষ খবর