সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মেটাকে ৩৯ কোটি ইউরো জরিমানা

গোপনীয়তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম মেটাকে ৩৯ কোটি ইউরো জরিমানা করেছে ইইউ। সংস্থাটির প্রধান গোপনীয়তা নিয়ন্ত্রক এ কথা জানিয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কীভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বিজ্ঞাপনকে ‘টার্গেট’ করে তা দেখতে মেটা প্ল্যাটফরমকে অবশ্যই আইনি ভিত্তির পুনর্মূল্যায়ন করার কথাও বলা হয়েছে। মেটা বলেছে, তারা এ নিয়ম এবং আরোপিত জরিমানা দুটি নিয়েই আপিল করতে চায়। তারা জোর দিয়ে বলেছে, এ সিদ্ধান্তের কারণে তারা নিজস্ব প্ল্যাটফরমে ‘পার্সোনালাইজড’ বিজ্ঞাপন দেখানো বন্ধ করবে না। ইইউয়ের গোপনীয়তা নিয়ন্ত্রক ও নজরদারি বিভাগ ‘পার্সোনালাইজড’ বিজ্ঞাপনের ওপর আদেশটি ডিসেম্বরে জারি করেছিল।

সর্বশেষ খবর