বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বন্যায় বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া প্রাণহানি ১৪

বন্যায় বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া প্রাণহানি ১৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড় ও বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। বন্যার জলের স্রোতে ভেসে গেছে ৫ বছরের এক শিশু। আমেরিকার সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও কয়েক দিন ধরেই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এখানে। ক্যালিফোর্নিয়ার ৯০ শতাংশ মানুষকে বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ নেই একাধিক এলাকায়।

বন্যার সতর্কতা জারি হয়েছে অভিজাত এলাকা মন্টেসিটোরে। এ এলাকার বাসিন্দা ব্রিটিশ রাজপরিবারের ছোট কুমার তথা ডিউক অফ সাসেক্স হ্যারি এবং তাঁর স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মর্কেল। মার্কিন প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে তাঁদরেও আপাতত ওই এলাকা ছাড়তে হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে নিজের আত্মজীবনী স্পেয়ারের প্রচারে ব্যস্ত রয়েছেন ব্রিটিশ রাজকুমার। এর জেরে ক্যালিফোর্নিয়ায় নেই তিনি।

সর্বশেষ খবর