শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ

নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ

গত দশকেই রাজতন্ত্রকে বিদায় জানিয়ে দক্ষিণ এশিয়ার এ দেশ গণতন্ত্রকে স্বাগত জানিয়েছে। তবে গণতন্ত্র নিয়ে এখনো খুশি নন নেপালের লাখ লাখ মানুষ। ফের গণতন্ত্রকে বিদায় জানিয়ে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার দাবি নিয়ে বিক্ষোভে নামলেন নেপালের হাজারো মানুষ। গত দুই দিন এ দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন নেপালের জনগণ।

নেপালের রাজা পৃথ্বী নারায়ণ শাহের মূর্তির আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ নাগরিকরা। নেপালের প্রাক্তন এ রাজা ১৮ শতকে শাহ রাজবংশের সূচনা করেছিলেন। এ বংশের শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। নানা নাটকীয়তার পর তিনি রাজার পদ ছাড়তে বাধ্য হন।

২০০৮ সালে নেপালে প্রজাতন্ত্রের আবির্ভাব হয়। এরপর থেকেই দেশটি গণতান্ত্রিক হিসেবে স্বীকৃতি লাভ করে। তবে প্রতি বছরই পৃথ্বী নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁর ভক্ত ও সমর্থকরা রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিক্ষোভ সমাবেশ করেন। রাজার জন্মদিনে প্রত্যেক বছর সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর জন্য দাহাল সরকারকে ধন্যবাদ জানান বিক্ষোভকারীরা।

সর্বশেষ খবর