সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নেতানিয়াহুকে স্বৈরশাসক আখ্যা দিয়ে রাজপথে লাখো ইসরায়েলি

নেতানিয়াহুকে স্বৈরশাসক আখ্যা দিয়ে রাজপথে লাখো ইসরায়েলি

সপ্তাহ তিনেক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বারের মতো শপথ নেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এবার তার এই ক্ষমতায়ন খুব সহজ হচ্ছে না। তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিচার ব্যবস্থাকে সংস্কার করে গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করছেন। এই অভিযোগে মাঠে নেমেছে দেশটির সাধারণ জনতা। শনিবার রাতে তেলআবিবে লাখো মানুষ রাস্তায় নামেন। হাতে ছিল ব্যানার। তাতে লেখা- ‘আমাদের সন্তানরা একজন স্বৈরশাসকের অধীনে বসবাস করবে না।’ পুলিশকে উদ্ধৃত করে টাইমস অব ইসরায়েল জানায়, বিক্ষোভে যোগ দেন প্রায় এক লাখ মানুষ। গত সপ্তাহেও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

সর্বশেষ খবর