বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পৃথিবীর অভ্যন্তরে সমস্যা!

পৃথিবীর অভ্যন্তরে সমস্যা!

পৃথিবী নিজের নিয়মে ঘোরে। যতক্ষণ না পর্যন্ত ভূমিকম্প বা সুনামির মতো কোনো বিপর্যয় নেমে আসে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে কোনো চিন্তা থাকে না। পৃথিবী সৃষ্টির পর থেকে তাই হয়ে আসছে। কিন্তু বিজ্ঞানীরা এ পৃথিবীর অভ্যন্তরে নতুন করে সমস্যা খুঁজে পেয়েছেন। পৃথিবীর অভ্যন্তরে কয়েকটি স্তর রয়েছে। যাকে পৃথিবীর ‘হার্ট’ বললেও অত্যুক্তি হবে না মনে হয়। সেই হার্টেই ধরা পড়েছে সমস্যা। যা নিয়েই ভয়। সম্প্রতি একটি গবেষণা সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, পৃথিবীর অভ্যন্তরীণ একটি কোর ঘূর্ণন বন্ধ করে দিয়েছে। এবং তা বিপরীত দিকেও ঘুরতে শুরু করতে পারে, এমন সম্ভাবনা বাড়ছে। নেচার জিওসায়েন্সে প্রকাশিত গবেষণায় দাবি করা হয়েছে, পৃথিবীর অভ্যন্তরীণ অংশের ঘূর্ণন সম্প্রতি থেমে গেছে। প্রথম এ বিষয়টি নজরে আসে ২০০৯ সালে। আর সেই থেকেই বিপরীত দিকে মোড় নিয়ে ঘুরছে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরটি। চীনা গবেষকরা আরও জানিয়েছেন, পৃথিবীর অভ্যন্তরীণ স্তর ২০০৯ সালের দিকে থেমে গিয়েছিল। এবং তারপর থেকে বিপরীত মোড় নিয়েছে। প্রতি ৩৫ বছর অন্তর এটি তার দিক পরিবর্তন করে। এর আগে ১৯৭০-এর গোড়ার দিকেও এ স্তরটি দিক পরিবর্তন করে। এরপর আবার ২০৪০ সালে এমনটা হওয়ার সম্ভাবনা আছে। গবেষকরা বলেছেন, এ ঘূর্ণন দিনের দৈর্ঘ্যরে পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।

 

সর্বশেষ খবর