বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

খুরসানির মৃত্যুর বদলা পাকিস্তানে হামলা

খুরসানির মৃত্যুর বদলা পাকিস্তানে হামলা

একজনের মৃত্যুর বদলা নিতেই ১০০ জনকে হত্যা করা হয়েছে! পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলার পর এমনই দাবি করেছে তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি)। সোমবার মসজিদে প্রার্থনার সময় হামলা চালান টিটিপির জঙ্গি। সেই ঘটনায় নিহত হয়েছেন ১০০ জন। আহত ২০০। সোমবার পাকিস্তানের পেশোয়ারের হাই সিকিউরিটি জোনে ভরা মসজিদে  হামলা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এরপর সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। টিটিপি বলেছে, এই হামলা উমর খালিদ খুরাসানির মৃত্যুর প্রতিশোধ। প্রশ্ন উঠছে কে উমর খালিদ খুরাসানি, যার মৃত্যুর প্রতিশোধ নিতে টিটিপি এতবড় হামলা করল। জানা গেছে, উমর খালিদ খুরাসানি টিটিপির কমান্ডার ছিলেন, যিনি গত বছরের আগস্টে পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন। খোরাসানির ভাই এবং টিটিপি সদস্য মোকাররমের মাধ্যমে এটি প্রকাশ পায় যে সে খোরসানির মৃত্যু তারা ভুলতে পারেনি। এবং সেজন্যই পুরো প্রস্তুতি নিয়ে পেশোয়ার মসজিদে হামলা চালানো হয়েছে।

সর্বশেষ খবর