বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ট্যুরিস্ট ভিসার আবেদন বোলসোনারোর

ট্যুরিস্ট ভিসার আবেদন বোলসোনারোর

প্রেসিডেন্ট নির্বাচনে হারার পরই ব্রাজিল থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এবার তিনি যুক্তরাষ্ট্রে আরও ছয় মাস থাকার উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসার আবেদন করেছেন। শুক্রবার সাবেক এ প্রেসিডেন্টের আবেদন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে বলে সোমবার বোলসোনারোর আইনজীবী ফিলিপে আলেকজান্ডার জানিয়েছেন। আবেদন বিবেচনাধীন থাকাকালে বোলসোনারো যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি। রয়টার্সকে আলেকজান্ডার বলেছেন, ‘তিনি আরও কিছু দিন অবকাশে থাকতে চান। পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে কয়েক মাস উপভোগ করতে চান।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসা রেকর্ড গোপনীয় বিষয়, তাই কোনো একজনের ভিসার বিষয় নিয়ে মন্ত্রণালয় আলোচনা করতে পারবে না। এদিকে বোলসোনারো যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর তাঁর সমর্থকরা সপ্তাহ দুয়েক আগে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় তান্ডব চালায়।

 

সর্বশেষ খবর