শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েল নিয়ে মন্তব্যের জেরে কমিটি থেকে বাদ ইলহান ওমর

ইসরায়েল নিয়ে মন্তব্যের জেরে কমিটি থেকে বাদ ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রগতিশীল ও মুসলিম কংগ্রেস ওম্যান ইলহান ওমরকে। ইসরায়েলের সমালোচনা, ফিলিস্তিনে দমনপীড়নের জন্য ইসরায়েলকে তিরস্কার করা এবং কংগ্রেসে ডেমোক্র্যাট পার্টির সদস্যদের কাছ থেকে ধর্মান্ধতার অভিযোগ ওঠায় তাকে কমিটি থেকে সরানো হয়েছে। বৃহস্পতিবার ২১৮-২১১ ভোটে ওমরকে পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটি থেকে বাদ দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক রিপাবলিকান প্রস্তাবের পক্ষে, বিপক্ষে কোথাও ভোট না দিয়ে নিরপেক্ষ অবস্থান নেন। সোমালিয়া থেকে শরণার্থী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ওমর কংগ্রেসের নিম্নকক্ষে থাকা হাতেগোনা মুসলিম প্রতিনিধিদের একজন। তিনি আফ্রিকায় জন্ম নেওয়া কংগ্রেসের একমাত্র প্রতিনিধিও। কংগ্রেসের পররাষ্ট্র নীতি বিষয়ক প্যানেলের আফ্রিকাবিষয়ক সাবকমিটির শীর্ষ ডেমোক্র্যাট হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন তিনি। উল্লেখ্য, ইলহান ইসরায়েলকে নিয়ে মন্তব্য করেছিলেন ২০১৯ সালে। ওই সময় একটি টুইটে লিখেছিলেন, ‘সবই বেঞ্জামিনের সন্তানকে নিয়ে।’ মার্কিন রাজনীতিতে ইসরায়েলের সমর্থকরা যতটা না নীতি দ্বারা, তার চেয়ে বেশি টাকার কারণে তাড়িত বলে ওমর ওই টুইটে ইঙ্গিত দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

সর্বশেষ খবর