বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভারতে বিবিসি কার্যালয়ে আয়কর বিভাগের তল্লাশি

ভারতে বিবিসির দুটি প্রধান দফতরে তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। গতকাল সকালেই দিল্লি এবং মুম্বইয়ে বিবিসির দফতরে আয়কর দফতরের কর্মকর্তারা এ অভিযান চালায়। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত তথ্যচিত্রের পরই এ অভিযান চালানো হলো। কর বিভাগ দাবি করেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কর ফাঁকি এবং লেনদেনের ক্ষেত্রে অনিয়ম নিয়ে বিবিসির বিরুদ্ধে ওঠা অভিযোগের সূত্র ধরেই সংস্থার দফতরে অভিযান চালানো হয়েছে। তল্লাশি চলাকালীন বিবিসির সাংবাদিকদের ল্যাপটপ এবং মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছেন আয়কর কর্মকর্তারা। তল্লাশি চলাকালীন এ দুটি অফিসই সিল করা থাকবে। তল্লাশি সম্পর্কে কোনো তথ্য কাউকে না জানানোর জন্যও বিবিসির কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিবিসির দুটি দফতরে এ তল্লাশিকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আখ্যা দিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। সংবাদপত্র মালিকদের সংগঠনও এ তল্লাশিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে ক্ষমতাসীন বিজেপি বিবিসিকে বিশ্বের সব থেকে দুর্নীতিগ্রস্ত সংস্থা বলে উল্লেখ করেছে। আর কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল মন্তব্য করেছেন, ‘বিবিসির দফতরে আয়কর হানার ঘটনা থেকেই বোঝা যাচ্ছে মোদি সরকার সমালোচনাকে ভয় পাচ্ছে। আমরা ভীতি প্রদর্শনের এ পদ্ধতিকে কড়া নিন্দা জানাচ্ছি।

 

 

সর্বশেষ খবর