রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩০ হাজার যোদ্ধা হতাহত : যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩০ হাজার যোদ্ধা হতাহত : যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার সেনাদের পাশাপাশি যুদ্ধ করছে রুশ ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপ। গ্রুপটির ৩০ হাজারের বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছেন বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াগনার গ্রুপের হতাহত সেনার সংখ্যা বেড়েছে, কেবল মারাই গেছে ৯ হাজারের মতো। ওয়াগনার গ্রুপ মূলত রাশিয়ার বিভিন্ন কারাগার থেকে সদস্য সংগ্রহ করে। ইউক্রেইন যুদ্ধে গ্রুপটির যারা নিহত হয়েছেন, তাদের বেশির ভাগই দাগী আসামি, বলেছেন কারবি। এই হতাহত সত্ত্বেও ওয়াগনার বাখমুত শহরের আশপাশে যুদ্ধে সফলতা পাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখন পূর্বাঞ্চলীয় এ শহরটির আশপাশেই তুমুল লড়াই চলছে। ওয়াগনার সেটি দখলে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরটি দখলে নিতে পারলে রাশিয়া আরও পশ্চিমে ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানিস্কের মতো বড় শহরের দিকে অগ্রসর হতে পারবে। বিবিসি।

 

 

সর্বশেষ খবর