মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাশিয়াকে অস্ত্র দেওয়া নিয়ে চীনকে শাসাল ইইউ

চীন রাশিয়াকে অস্ত্র দিলে বেইজিংয়ের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম করবে

রাশিয়াকে অস্ত্র দিচ্ছে চীন। এটা বদ্ধমূল ধারণা যুক্তরাষ্ট্রের। এবার সেই ধারণায় আরও স্বচ্ছতা দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে একই সঙ্গে ইইউয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়েছে যদিও সত্যিই চীন রাশিয়াকে অস্ত্র দেয় তাহলে বেইজিংয়ের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম করবে। আর এ মন্তব্য করেছেন ইউরোপের ২৮টি দেশের এ জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। গতকাল তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। বেইজিংয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে, তারা রাশিয়ায় কোনো অস্ত্র পাঠাচ্ছে না। বরং যুক্তরাষ্ট্রই নিরবচ্ছিন্নভাবে যুদ্ধক্ষেত্রে অস্ত্র পাঠাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে বিনীতভাবে অনুরোধ জানাব তাদের নিজেদের কার্যকলাপের দিকে নজর দিতে এবং অন্যের ওপর দোষ না চাপিয়ে ও মিথ্যা তথ্য না ছড়িয়ে পরিস্থিতির উন্নয়নে শান্তি ও আলোচনার পথ সুগম করতে।’

এদিকে ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। এ ব্যাপারে ইইউ সতর্ক থাকবে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চীন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। বেইজিং এমনটি করলে তা গুরুতর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পর্যন্ত আমরা চীনা কোম্পানিগুলোকে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র সরবরাহ করতে দেখেছি। গভীর উদ্বেগের বিষয় হচ্ছে, এখন আমাদের প্রাপ্ত তথ্যমতে, তারা প্রাণঘাতী অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।’

তবে চীনের এ পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে কী তথ্য আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অ্যান্টনি ব্লিঙ্কেন। চীন রাশিয়াকে কী কী দিতে পারে বলে যুক্তরাষ্ট্র মনে করছে, সে প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন, প্রাথমিকভাবে অস্ত্র ও গোলাবারুদ দেওয়া হতে পারে।

উল্লেখ্য, চীন ও রাশিয়ার মধ্যে বর্তমানে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। চীন এখনো রাশিয়ার ইউক্রেন অভিযানের নিন্দা জানায়নি। এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা বলে আসছে বেইজিং। সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে তারা।

যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল বেইজিং : দুই দিন আগে সম্প্রতি যুক্তরাষ্ট্র দাবি করে, চীন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র পাঠিয়ে সহায়তা করার বিষয়টি বিবেচনা করছে। বেইজিং এ দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘চীন নয় বরং যুক্তরাষ্ট্রই নিরবচ্ছিন্নভাবে যুদ্ধক্ষেত্রে অস্ত্র পাঠাচ্ছে।’

সর্বশেষ খবর