মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিবসেনা দল, প্রতীক সবই গেল উদ্ধব ঠাকরের

শিবসেনা দল, প্রতীক সবই গেল উদ্ধব ঠাকরের

শিবসেনা নাম ও দলের নির্বাচনী প্রতীক ‘তির-ধনুক’ শিন্ডে গোষ্ঠীকে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন ওই দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে। মামলাটি জরুরিভিত্তিতে শুনানির জন্য আজ নথিভুক্ত করতে উদ্ধব সেনাকে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের তরফে এখনো জানানো হয়নি শুনানি কবে শুরু হতে পারে। ১৯৬৬ সালে বালাসাহেব ঠাকরে হাতে শিবসেনার প্রতিষ্ঠা হওয়ার পর, এই প্রথম দলের নাম এবং প্রতীক হাতছাড়া হল ঠাকরে পরিবারের। গত বছর জুনে শিবসেনা নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে বহু বিধায়কই তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। যার জেরে ভেঙে যায় মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাডি সরকার। বিজেপির সঙ্গে জোট বেধে শিন্ডে শিবির ক্ষমতায় আসে। সেই বিদ্রোহের নেপথ্যেও বিজেপির হাত ছিল বলে অভিযোগ করেছিল উদ্ধব শিবির। এরপর শিবসেনা নাম ও প্রতীকের দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় শিবসেনার দুই শিবির। কিন্তু গত শুক্রবার একনাথ শিন্ডে গোষ্ঠীকে শিবসেনা নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে অনুমতি দেয় কমিশন।

সর্বশেষ খবর