শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

২৪ ঘণ্টায় পাঁচ দেশে ভূমিকম্প

চীন-তাজিক সীমান্তে ৭.২ মাত্রা

২৪ ঘণ্টায় পাঁচটি দেশে ভূমিকম্প অনুভব হয়েছে। চীন, আফগানিস্তান এবং তাজিকিস্তানে গতকাল সকালে ভূমিকম্প হয়। তাজিকিস্তানে ভূমিকম্পের তীব্রতা ৭.২ বলা হচ্ছে। আফগানিস্তানে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮ ধরা পড়েছে। গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ৭.২ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে চীন ও তাজিকিস্তানের সীমান্ত এলাকা।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে। এতে চীনের জিনজিয়াং প্রদেশের খাসগার এবং অর্টাক্স অঞ্চলসহ কিছু এলাকায় তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহতের কোনো খবর মেলেনি। তুরস্কের এন্টিয়াকে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা ৪.২ ছিল। এর আগে বুধবার ভারতে ভূমিকম্প অনুভব হয়। দিল্লি এনসিআর-এ বুধবার দুপুরে ভূমিকম্প ঝটকা অনুভব হয়। ভূমিকম্পের কেন্দ্র নেপালে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.৮ ছিল। এর আগে বুধবার দুপুরে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সর্বশেষ খবর