সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মোদিকে কাপুরুষ ও অহংকারী বললেন প্রিয়াঙ্কা গান্ধী

মোদিকে কাপুরুষ ও অহংকারী বললেন প্রিয়াঙ্কা গান্ধী

দিল্লিতে গতকাল সংকল্প সত্যাগ্রহ কর্মসূচিতে প্রিয়াঙ্কা গান্ধী

রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ হতেই ফুঁসে উঠলেন বোন প্রিয়াঙ্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ, স্বৈরাচারী ও অহংকারী’ বলে উল্লেখ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। ক্ষমতা থাকলে বিজেপি সরকার তাকে জেলে নিয়ে যাক বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রিয়াঙ্কা। মোদি পদবি নিয়ে মানহানি মামলায় দুই বছরের কারাদন্ড দেন আদালত। এরপরই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। প্রতিবাদে গতকাল দিল্লিতে রাজঘাটে ‘সংকল্প সত্যাগ্রহ’ ডাক দিয়েছে কংগ্রেস। গতকাল কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আপনি কাপুরুষ। এ দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ। আমার বিরুদ্ধে মামলা করুন। জেলে পাঠান। কিন্তু সত্য এই যে, এ দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ। ক্ষমতার আড়ালে তিনি লুকিয়ে রয়েছেন। তিনি অহংকারী।’

প্রিয়াঙ্কা একই সঙ্গে জানিয়ে দেন, ‘এ দেশের বহু পুরনো পরম্পরা, হিন্দু ধর্মের ঐতিহ্যপূর্ণ পরম্পরা এটাই যে দেশের মানুষ অহংকারী রাজাকে চিনে নেয়। দেশবাসী অহংকারী রাজাকে শাস্তি দেয়।’ তিনি বলেন, ‘আমার পরিবার এই শিক্ষা দিয়েছে যে, এ দেশ মনের কথা বলে, মন দিয়ে দশের কথা শোনে। এ দেশ সত্যকে চিনে নেয়। আমার বিশ্বাস, আজ সেই দিন এসেছে। সবকিছু বদলে যাবে।’

এদিন প্রতিবাদ মঞ্চে প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী বলে আক্রমণ শানান তিনি। তোলেন আদানি প্রসঙ্গও। প্রিয়াঙ্কা বলেন, ‘সরকার শুধু একজন শিল্পপতিকেই বাঁচানোর চেষ্টা করছে। কে এই আদানি? কেন তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে?’ সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার ভাই শহীদের ছেলে। তাকে আপনারা মীর জাফর বলেছেন। আমার মাকে অসম্মান করেছেন। আপনার দলের এক মুখ্যমন্ত্রী বলেছেন রাহুল তার মায়ের নাম জানেন না। প্রতিদিন আপনি আমাদের পরিবারকে অপমান, অসম্মান করে চলেছেন। অথচ কোনো মামলা হয় না! কারও সাজা হয় না!’

সর্বশেষ খবর