মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পেনশন নিয়ে টেনশন ফ্রান্সে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করতে চাইছেন। ইউরোপের অনেক দেশেই অবসরের বয়স ৬৪-এর চেয়ে বেশি। ২০২৪ সাল থেকে জার্মানিতে অবসরের বয়স ক্রমান্বয়ে বেড়ে ৬৭ বছর হবে। জার্মানির মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশেই যেখানে অবসরের বয়স ৬৭, সেখানে অবসরের বয়স ৬৪ করতে চাওয়ায় ফ্রান্সে এত বিক্ষোভ কেন?

ফ্রান্সে বিক্ষোভ শুরুর মূল কারণ সবচেয়ে আগে অবসর নেয়ার ন্যূনতম বয়সটা সরকার বাড়াতে চাইছে। এতদিন সব মিলিয়ে সাড়ে ৪১ বছর কাজ করলেই অবসর নেওয়া যেত। কিন্তু সংস্কার পরিকল্পনা কার্যকর হলে অন্তত ৪৩ বছর কাজ করলে প্রাপ্য পেনশনের পুরোটা পাওয়া যাবে। তার চেয়ে কম করলে কিছু টাকা কাটা যাবে। তবে সরকারের পরিকল্পনা কার্যকর হলে ফরাসিদের সেই টাকাটা কমবে। কারণ, সরকার অবসরের বয়সসীমা বাড়ানোর পাশাপাশি ন্যূনতম যত বছর সবেতন কাজ করলে পেনশন পাওয়া যায়, সেই বয়সটাও বাড়াচ্ছে। এর ফলে বেশি ক্ষতি হবে কম বেতনের কর্মচারীদের। এই ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য অবশ্য ন্যূনতম পেনশনের অঙ্কটা বাড়াচ্ছে ফরাসি সরকার। এতদিন সেই অঙ্কটা ছিল ৯৬১.০৮ ইউরো। আগামীতে সেটা বেড়ে হবে ১২০০ ইউরো।

সর্বশেষ খবর