শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিল সৌদি

সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগ দিচ্ছে সৌদি আরব। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরপরই সংস্থাটিতে যোগ দেওয়ার কথা সামনে এলো। মার্কিন সরকারের নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও রিয়াদ চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলেছে। এসসিও হলো চীন, ভারত এবং রাশিয়াসহ ইউরেশিয়ার বেশির ভাগ দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও নিরাপত্তা ইউনিয়ন। ২০০১ সালে রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত রাষ্ট্র নিয়ে গঠিত।

এ অঞ্চলে পশ্চিমা প্রভাব মোকাবিলায় একটি বৃহত্তর ভূমিকা পালন করার জন্য এটি গঠন করা হয়।

সর্বশেষ খবর