শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জার্মানির অভিবাসন নীতিতে নমনীয় সংস্কার

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। কিন্তু কয়েক বছর ধরে দেশটিতে শ্রমিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। তাই ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে কর্মী নিতে নতুন আইন করছে দেশটি। এরই মধ্যে আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। এর ফলে এখন হাজার হাজার কর্মী সহজেই দেশটিতে যেতে পারবে।

সর্বশেষ খবর