রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ১০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ১০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের আরকানসাসে শক্তিশালী টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। ঝড়ের আঘাতে শত শত বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। গত শুক্রবারের ছবি -এএফপি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক। শুক্রবার ও গতকাল ভোরে এই শক্তিশালী টর্নেডোর তা-বে অনেকে বাড়িতে আটকা পড়েছেন। এ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরকানসাসসহ অন্তত ৬টি অঙ্গরাজ্যে শুক্রবার ৫০টিরও বেশি টর্নেডো বয়ে গেছে। এর মধ্যে আরকানসাসে তিনজন মারা গেছেন। আরকানসাসের পুলাস্কি কাউন্টির মুখপাত্র ম্যাডেলিন রবার্টস জানিয়েছেন, অন্তত ৫০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। লারা ফারাহ নামে আরকানসাসের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি সত্যিকারের বিধ্বংসী টর্নেডো ছিল।’ লারা জানিয়েছেন, তিনি নিজের গাড়িতে করে দ্রুত পূর্ব লিটল রকে চলে যান। তিনি বলেছেন, ‘আমি বলতে গেলে পুরোপুরি শকে ছিলাম, কারণ ওই এলাকাটি সত্যি পুরোপুরি নিশ্চিহ্ন ও ধ্বংস হয়ে গেছে। কয়েকটি ভবনের ছাদ উড়ে গেছে।’ এএফপি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর